একটা গণধর্ষণ কোলকাতা জুড়ে

সুমিত সাহা 

 

একটা গণধর্ষণ কোলকাতা জুড়ে।

চোখ জ্বালা করে ঘড়ির কাঁটা ধরে ঝুলতে ঝুলতে এগিয়ে

১২ ঘন্টা ... ২৪ ঘন্টা ...৩৬ ঘন্টা অক্লান্ত !

 

সভ্যতা হয়তো তখনো এগিয়ে, মাকড়শার জালে বিদ্ধ

দেওয়ালে মাকড়সা জাল ক্রমশঃ লম্বা সবার অজান্তে,

তবে জালে ফুটোর সংখ্যা..... অতিরিক্ত হওয়ার কারণে পিলপিল

রাজপথ দখল নিয়েছে ফুটপাথ।


একটা আন্দোলনের মাঝে বিচার চাই...

 

শ্লোগানের ঝড়ের নিচে কান্না হাসির বুদবুদ!

ভয় পেতে পেতে হাঁটছে, হাঁটবেই, কোন বিকল্প নেই।

কেউ ভয় পায়নি, ভয়কে দূর করেছি সাহসে

হতাশার মাঝে গলা ভিজিয়ে হজম করে নিচ্ছে

কাঁচা মাংসের তাল দাঁতের দংশনে বিদ্ধ !

চাউনি গোণা যায়নি কতো দেহের ওপর !

লাল চাদরটি ঢাকা দেওয়া খোবলানো শরীরে

 

বিচারের মশাল জ্বলছে ধিকিধিকি থেকে দাউদাউ

মিছিলে মানুষের ঢেউ দূরে আরো দূরে !

 

কোন ক্ষমা নেই আর আমাদের দাবীতে

ধর্ষণে মৃত্যুর বিনিময়ে ছিঁড়ে নেওয়া হবে হৃৎপিণ্ড

ছিঃ ছিঃ ধিক্কার

 

কালো কাপড়ে ঢাকা দেহ মর্গে !

পোষ্টমর্টেমেও দুর্নীতি



তোদের নিয়ে বিচারের দাবী?

রাগ, ঘৃণা, দুঃখ, ক্ষোভ জ্বালা ঠিকরে ঠিকরে  —

মনেহয় তোদের টুঁটি টিপে রক্ত বার করি চোখে।

তোদের দেওয়া বিষের জ্বালা তোদের গলায় ঢালি,

জুড়িয়ে যাক তোদের যৌন খিদে জনগণের রোষে

 

তোরা মত্ত ক্ষুধায় নেত্য করিস

একলা পেয়ে ঝড়াস লালা

রাত ফুরিয়ে দিনের আলো

আমরা সবাই দাঁড়িয়ে, বুকের পাটা নিয়ে

সামনে আয় এবার, লালা ঝরিয়ে দেখ

লিঙ্গ ছিঁড়ে কুটি কুটি করে,

বুঝিয়ে দেব তোদের উল্লাসের রঙ, কতো ভয়ে জড়সড়