আর একটি দিন
রূপক সাহা
কতদিন কেটে গেলো
সেই বিপুল সামিয়ানা
চাদোয়ার রঙ বিছিয়ে থাকে।
তবে আর কেন? অপেক্ষা কি অসীম?
কথা দেওয়া ছিলো কোনো সময়ে?
ছাড়পত্র আজ আর নেই!
খরস্রোতের বেগে মন হারিয়েছে,
বিস্ময়ের সাথে মিশে।
কপালের ঘাম আজ চিবুকের কাছে,
তবে আর কিসের প্রতীক্ষা?
তুমি আসমানের মেহমান! আল্লাহর দূত!
বেপরোয়া ঘোড়া, তুমি মানবের পুত।
আর একটি সুযোগ দাও, আর একটি দিন।
গরল পান করে মেটাবো তোমার ঋণ।