সেই দিন
দীপক বসু
মনে পড়ে সেই দিন
সেই ছেলে বেলা।
সরাদিন হাসি হাসি
কত কি যে খেলা।
চোরচোর কানামাছি
রাজা রাণী সাজা।
দুপুরের রোদে পুড়ে
হয়েছি যে তাজা।
ভেলা চড়ে বিল পাড়ে
কত দূর যাওয়া।
ধান ক্ষেত সবুজের
ঢেউ ঢেউ হাওয়া।
বক ওড়া ডানা দুটো
মেখে যাওয়া চোখ।
আজ যেন মনে পড়ে
লাগে বড় শোক।
ভাবি তাই জীবনের
পিছে ফেলা দিন।
কত যেন তার কাছে
হয়ে আছি ঋণ!