অতল সুরে সম্মোহনে
লিপিমিতা তনুশ্রী
বাঁশি বাজছে তমালবনে
বাঁশি বাজছে হৃদয়কোণে
মনে হয় ফিরে যাই আবার
রামী চন্ডীদাস রজকিনী
বৈষ্ণব পদাবলী বিদ্যাপতির যুগে।
পৃথিবীর বুকের ভিতর অজস্র ফল্গুধারা
অবিরাম বয়ে চলে নীরবে নিভৃতে
কোন এক মোহনা-সঙ্গমস্রোতে
দূরে-দূরান্তে মিলিত হবে বলে।
আমাদের হৃদয় কাননে
এখন আর ফুল নয়
ক্যাকটাস বুনোঝোপে দীর্ণ
প্রাচীন ওই বুড়ো বট, নদীঘাট
মায়াভরা মন্দির উদ্যান জীর্ণ ;
ঘাস আর ঘাসফুল, ব্রহ্মগুণ ধানবীজ
জন্ম-জন্মান্তর নীরব নিশ্চুপ!
কবে থেকে ঘোষিছে যেন তারা
আর নয় আর নয়, এবার হয়েছে সময়
পিছে ফেলে মায়াজাল স্বপ্ন-স্মৃতিময়
চলো ত্বরা, চলো ত্বরা —
ঘাটে বাঁধা আছে যে নৌকা।।