এবার পুজোয়

মনোরঞ্জন ঘোষাল


 

গোঁ ধরেছেন এবার পুজোয়

লক্ষ্মী সরস্বতী,

মামার বাড়ি আসতে তাদের

একদম নেই মতি।

কেচ্চা যে সব হচ্ছে হেথায়

ধর্ষণ আর খুন,

কাণ্ড শুনে ভয়ে তাদের

মুখ দুজনের চুন।

খুন করেছি বেশ করেছি

বলবে ওরাই  রোশে,

মামার বাড়ি ঘুরতে এসে

যায় যদি সব ফেঁসে।

দেব দেবীরাও ছাড় পাবে না

ওরা  অসুর দল,

অত্যাচারি দলে ভারী

কী করবি বল!