উত্তরণ

আবীর ভট্টাচার্য্য চক্রবর্তী


লজ্জারুণ পেলবতায়,রম্যভাবের মদিরতায় 

চিরন্তনী রাধা ভাবে,মুগ্ধ হও জানি।

সে পাওয়াতেই আনখশির আসিঞ্চিত আমি।

 

কিন্তু যখন আঁধার পেরোই,

বাধার পাহাড় আপনি উজোই,

কুন্ঠা মুছে শ্রমক্লান্ত লজ্জাহীনা আমি....

দাঁড়াই তোমার মুখোমুখি,

তারার আলোয় চমকে দেখি

তোমার চোখে অজানা আলো জ্বলে!

পেরিয়ে আসা কালোর টিপ পরাও আমার ভালে।

 

সেই আলোতে মরণ আমার,

বাঁচারও অধিক বাঁচা আমার;

কেবল একটি মানুষ হওয়ার স্বপ্ন জাগে মনে

আমার ভেতর শ্রেয়র দীপ জ্বালাও সঙ্গোপনে

সে শুভক্ষণের উত্তরণ ধন্যতর মানি 

রূপ নয় গো,অরূপধনে প্রস্ফুটিত আমি

তোমার মুগ্ধ অধরবাঁকে কেবল বেঁধো তুমি।