অমিত কুমার সাহা
অমিত কুমার সাহা
আমার কবিতা
আমার কবিতা হাজারো নির্ঝরের গল্প লেখে,
আমার কবিতা ঘুরে ফিরে বেড়ায় এঁদো গলি;
আমার কবিতা বুকের বাঁদিকে বাঁচিয়ে রেখে,
প্রেমের জোয়ারে গা ভাসানো কথাকলি।
আমার কবিতা ঝাঁ চকচকে মিঠে রোদ্দুর,
আমার কবিতা চিত্রনাট্যের অবিরল সংলাপ;
আমার কবিতা ঢেউয়ের পর ঢেউয়ের সমুদ্দুর,
হাতে রেখে হাত নিরুদ্দেশী সময়ের প্রলাপ।
আমার কবিতা এখনো এভাবেই বেঁচে থাকা,
আমার কবিতা বরাবর খোলা আকাশের সঙ্গী;
আমার কবিতা শব্দের সাথে শব্দের পথ চলা,
অন্তে অমিল জীবনের অন্তহীন বাচনভঙ্গি।