অদিতি রায়
অদিতি রায়
যদি-তবে
যদি ফিরে তাকাই মুগ্ধ চোখে ?
তবে তোমার সঙ্গে ভাসাই ভেলা নিশাচর মনে ।
যদি স্নিগ্ধ তপবনে জাগে অজানা গোলাপ ?
তবে চেয়ে বসি নিজের কাছেই নিজের জবাব ।
যদি কারো পাল্লায় না থাকে বিন্দুমাত্র আগ্রহ ?
তবে ফিরব নিয়ে চিন্তার খোরাক স্মরণে রেখে বিদ্রোহ।
যদি হই নেশাগ্রস্থ গ্রন্থের আড়ালে ?
তবে লিখব নগন্য ইতিহাস সত্যের সন্ধানে ।
যদি ভিন্ন বিধান সবসময় একইসাথে থাকে?
তবে ছেড়ে যাওয়া অধ্যায় মনের মধ্যেই বাঁচে।
যদি নাবালকের আকাশ ছোঁয়ার পরিকল্পনা ভাঙে?
তবে জীবন চালক বেনামে লিখুক বৈচিত্র্যের মানে।
যদি বৈশাখী কান্নাগুলো বৃষ্টি হয়ে নামে?
তবে বিষন্নতা মুখ লুকিয়ে চিবুক টেনে তোলে ।
যদি ভাষা বিক্রি করতে হয় অবাধ্যতার টানে ?
তবে কবিতার খাতাখানা রাঙা জল রঙে।
যদি শরীরের মোড়কে থাকে পরাধীনতার ক্ষত?
তবে শান্তি চেয়ে সবাই থাকে যুদ্ধ নেশায় রত।
যদি ঘনগৌরবে নবযৌবনা অভিসারিকা হয়?
তবে আমায় খুঁজে নিও নির্বাসনে আর নিরাশায় ।