প্রতিরোধ
শম্পা ঘোষ
জঞ্জাল কুঁড়োতে কুঁড়াতে কাগজের দলা আর মুখোশের
তফাৎ খুঁজে পাই না
হারবো না ভেবেও যে পথে নামা
হঠাৎই এক হোঁচোটে সঙ্গী হয়ে যায় বাস্তব
বায়বীয় শ্বাস-প্রশ্বাসে উড়ে যায় কত
না বলতে পারা মানুষের ঋণ
চোখের উপর চোখ রেখে
অপমান কি সহজ তাই না?
ঠিক কি এতটাই সহজ নিজেকে চিনিয়ে দেওয়া!
অনর্থক হট্টগোলের থেকে ফিসফাস যে অনেক জরুরী তা
ছড়িয়ে পড়ে ঝড়ের পূর্বাভাস হয়ে
কাকতাড়ুয়া র কালো মুখটা ঠিক যেভাবে প্রতিরোধকে ব্যাখ্যা করতে থাকে
উদীয়মান সূর্যের দিনে।