উপশম গাথা  

দীপঙ্কর সরকার 

 

লিখেছি উপশম গাথা দু-দণ্ড সময়ের 

এখন বৃষ্টি ঝমঝম উদাসী মন ফিকির 

খোঁজে সবুজ পাতায় সরস অভিনয়।


রূপকথার ওই দেশে দ্যাখো আনন্দ নিকেতন

বাবুই পাখির বাসা সাক্ষ্য তার অদ্ভুত রকম।


বন বাদাড়ে রাত্রি কাঁপে গা ছমছম বাতাস 

ভীষণ আড্ডা জমায় দিল খোলা তার 

পেলব মন।


সুগন্ধি ফুল গন্ধ ওড়ায় যেন বিলাস

ব্যসন, সকল ব্যথা ত্রিতাপ জ্বালা এক

নিমেষে হয় উপশম।