ডাঃ অতনু দাস
ডাঃ অতনু দাস
খলনায়ক
ভোর হতে আজ দেখেছি যারে শতাধিক;
প্রেমেরও দুয়ারে প্রেমেরও জোয়ারে,
ভুলিয়েছে সে যে আজ সকল দিগ্বিদিক।
হৃদাঙ্গনে জমেছে যে রাগ তার,
বুনেছে সে যে এক অভিমানের কারাগার;
রেখেছে যে তারে মন গোপনে,
করেছে তারে আপন নিজ অঙ্গলেপনে।
শ্যামারে কেঁদে কহে সে অন্তরালে,
কেন এ হেন ক্লেশ জুটল তারই কপালে?
সেই কান্না শুনে উত্তরিল শাকম্বরী;
করব তোকে উদ্ধার ওরে সর্বজয়ী।
অবশেষে রাত্রি এলে সুনল সে যে স্বর,
সেই প্রেম ক্ষেত্র তাতে হল না আর ঊর্বর।
তোমারই গল্পে তুমিই হলে নায়ক,
আমিই না হয় হলাম সকল কলরবের খলনায়ক॥