অভিষেক ঘোষ
অভিষেক ঘোষ
কবুতর পাঁজরায়
তিন তিরিক্ষে নয়, বলে উড়ুক্কু সময়
বৃক্ষের ডালে বসে দুলছে অবক্ষয়।
হাঘরের দশা, বলে গাল পাড়ে যারা
ফুটো ছাদ বুকে ধরে বিবেক বেচারা;
নাওয়া-খাওয়া ভুলে গিয়ে মশগুল স্বপ্নে
ইগোটুকু রেখে বাকি, যা আছে সব নে।
দম্ভের ঝুটো মালা মানিয়েছে বেশ তো!
থেমে গেলে হাততালি, পড়ে থাকে রেশ তো।
উৎকট ভজঘট যাই থাক স্বভাবে
জিতে নেবো হাসি আর জম্পেশ জবাবে।
কবুতর আশমানে আর এই পাঁজরায়
ডানা নাড়ে, এগোলেই বুক জুড়ে আঁচড়ায়।