বিকাশ মন্ডল
বিকাশ মন্ডল
অক্ষমতা
পথ চলতি হঠাৎ ধূপের গন্ধ....
অনুভব করি ; তবে
অনুভবের শব্দরূপ হয় কি-না ভাবি
সূর্যাস্ত দেখি ; মদির গোধূলি
ক্ষণে ক্ষণে রং বদলায়
নীল জলে থিরথির কাঁপে তার ছায়া
ডানায় ডানায় গোধূলি মেখে
ঘরে ফেরে সার সার বক
এ-ই দৃশ্য সত্য ; কেন তাকে স্বপ্ন মনে হয় —
শব্দ, একবার সত্য ছুঁয়ে দাও
অনুভব হয়ে ওঠো শুধু একবার....