গৌতম ঘোষ-দস্তিদার
গৌতম ঘোষ-দস্তিদার
কথা-না-রাখা আমার শ্রুতির দূরে
বিজন মিছিলে একলা পতাকা হাতে
নিজেই জানিনা কীসের দাবিদার
রাস্তার পর রাস্তা পালাতে থাকি –
পাছে বিপ্লব ঘাড় ধরে…
কতবার গেছি সুরধুনীর পাড়ে
গাইতে গিয়েও কথাকে গিয়েছি ভুলে
কথা-না-রাখা আমার শ্রুতির দূরে –
সুর শুধু এলো ঘরে…
শুয়ে থাকা ওই একলা শয্যা পেতে
ঘুম না আসা প্ল্যাটফর্মের মতো
তোমার জন্য জেগে থাকে রাতগুলো –
ট্রেন কবে এসে পড়ে…