আগমনী
গৌউর দে
আশ্বিনের শারদ প্রাতে
মায়ের আগমন,
শিশির ঝরানো দিন আনে তার
শিউলি ছড়ানোর ক্ষণ।
নদীর দুই কূলে,
সাদা কাশফুলে।
ধরনী উঠেছে সেজে,
আগমনীর সুর বেজে।
নীলাকাশে সাদা মেঘের ভেলা,
মনেতে হয় শারদ খুশির মেলা।
ঢ্যাং কুড় কুড় ঢাকে কাঠি,
এবার মর্তে ঊমার পড়বে পা'টি।
এসো মা কাত্ত্যায়নী,
তুমি মাগো বিশ্বজননী।
রাখবো তোমায় পায়ে ধরে,
হৃদ কোমলের এই ছোট্ট নীড়ে।
তুমি মাগো জন্মদায়িনী
তুমিই অন্নপূর্ণা মাতে,
জগত জননী মাগো তুমি
চিরদিনই রবে মোদের মনের মন্দিরেতে।।