সত্যেন্দ্রনাথ বেরা
সত্যেন্দ্রনাথ বেরা
তবুও
পাড় ভাঙলে নদীর যন্ত্রনা হয়না
উপকূল হয় ব্যথায় বিবর্ণ ৷
সীমাহীন নৈ:শব্দের মধ্যে ছড়িয়ে পড়ে
ভাঙ্গনের শব্দ ৷
প্রত্যাশা তৃপ্তি পূর্ণতা না পেলে
চলমান জীবন আর স্বপ্ন দেখে না
পরাজিত সৈনিকের মত হারিয়েযায় রাত্রির অন্ধকারে
কখন বা মৃত নক্ষত্রের মতো ঝরে যায়
জীবন থেকে ৷
ভালোবাসার দোপাটি ফুল আর ফোটে না
চোখে ভাসে না সাত মহলা
জীবনে জীবনে জড়িয়ে থাকার কোন বন্ধন ৷
শুধু মন খারাপের কৃষ্ণমেঘ ভাসে
জীবন- ভুবনডাঙায় ছায়া ফেলে ৷
তবুও সময় - নদীকে ছুঁতে চাই
হৃদয় ভাঙচুর করে ;
না হলে কোন দিন পৌঁছানো যাবে না
কাঙ্খিত সাগর সঙ্গমে ৷