আকাশের ঠিকানায় খোলা চিঠি

আজিজ উন নেসা

 

প্রিয় শরৎ ঠাকুরপো,

প্রতিবারের মতো এবারও 

এসেছ কাশের চামর দুলিয়ে।

শালুক, পদ্ম, শিউলি শ্যালিকারা

সকলেই উপস্থিত, তোমাকে 

উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিতে!

আচ্ছা বলোতো, তিলোত্তমা যে

ভাবে মারা গেল, আর কী ইচ্ছা

হয়, 'মা দুর্গা' রূপী তিলোত্তমাকে

বরণ করে নিতে? 

যতই কাশ ফুল দোলা দেয়, 

আমার মনে কেবলই দোলা 

দেয় তিলোত্তমা। তাইতো বলি,

 

সেবা দিতে এসে, 

তিলোত্তমাকে করল বলির পাঁঠা, 

বাস করি এ কোন সমাজে?

দুষ্টু চক্র চালিয়ে যেতে, 

সরালো যারা পথের কাঁটা!

 

দুর্গাপুজো আসন্ন, 

শরত মেখে দুলছে বনের কাশ...

বরণ করবে 'মা'কে কোন লাজে?

সমাজ পারে না দিতে রক্ষা, 

তিলোত্তমা হয় লাশ!

 -ইতি 

তোমার শুভাকাঙ্ক্ষী