অধীর কুমার রায়
অধীর কুমার রায়
পথ
সোজা পথে হেঁটে যাই,
যে পথের প্রান্তে বসে আছো তুমি
রোদের ঝিকিমিকি।
সুখের স্পর্শে যেন আবেগের ঢেউ ওঠে মনে।
হঠাৎ মোহনায় ঝড় উঠে ।
নদী যায় বেঁকে।
পৃথিবীতে কোন পথ সোজা নয়,
মেঠো পথ নয়, নয় পাকা সড়ক।
হৃদয়ের আল্ পথ সে তো বাঁকা চাঁদ।
কখনো জ্যোৎস্নায় ভেজায়,
আবার কখনো অমানিশার কালো চাদর
ঢেকে দেয় স্বপ্ন রঙিন ছবি।
দুচোখে আষাঢ় নেমে হয় নদী।
তুমি আমি হাবুডুবু খাই অথই জলে
তারপর আবার পথ খুঁজি
পা বাড়াই আঁধারের পথে।