ছোটবেলার খেলার সাথী
মোহিত ব্যাপারী
ছোটবেলার সকাল দুপুর গড়িয়ে গেছে
আজকে আমার বিকেল বেলা।
ছোটবেলার খেলার সাথী হারিয়ে গেছে
তারাও আজ অনেক দূরে।
বড় হয়ে আমার কত বন্ধু হল।
চেনা জানা আজ অনেক দূরে।
চলতি পথে হাই হ্যালোতে বাড়িয়ে দিলাম হাত।
আড়াল হলেই দূরত্বটা বাড়তে থাকে
মনের ঘরে দাগ কাটেনি কেউ।
ছোটবেলার খেলার সাথী আজও মনে পড়ে।
রান্নাবাটির দোকানঘরে সাজিয়ে রাখি তাকে।
রান্নাবাটি কাদামাটি কাঁচের গুলি সাথে।
বনে বাদাড়ে ঘুরে বেড়াই হাত ধরে একসাথে।
আম বাগানে তেঁতুল বনে চরে বেড়াই।
দাঁত টকে যায় বনের কাঁচা কুলে।
লঙ্কা লবণ হাতে নিয়ে জল এসে যায় চোখের কোণে।
দু'জনাতেই হাসতে থাকি একসাথে।
ছোটবেলার খেলার সাথী আজও মনে পড়ে।
রান্নাবাটির দোকানঘরে সাজিয়ে রাখি তাকে।
চিরকালের বন্ধু হয়ে বসত করে মনের ঘরে।