শান্তির সংলাপে

 বিশাল মন্ডল



তুমি     অন্ত্যজ-নিস্পিত---


           গণ অভ্যুত্থানে সুবিচারের আশায়। 

তুমি     সমতার বিশ্বাসে-


           জীর্ণ সমাজ রক্তাক্ত হৃদয় ।

 

তুমি    বলিষ্ঠ আঘাতে বিপুল অভ্যুত্থান---

          সাথে বিস্মৃত হাহাকার। 

তুমি    বেদনার আর্তনাদে-

          এগিয়ে চলা দীপ্র হাতিয়ার ।

 

 

তুমি    মেয়ে হারাবার সাহারায় ---

          পাবে কি অনিশ্চিত দিন গুলি ? 

          নিগৃহীতা রক্তাক্ত মৃত্যুতে,

          তোমার- আমার দেশ জননী।

 

তুমি    সৃষ্টিসীলতায় হালভাঙা ---

          দৃঢ় ঋজু আত্মবিশ্বাস।

তুমি    সামাজিক দায়বদ্ধতায়-

          নিষ্পত্তি প্রবৃত্তির বিকাশ।

 

                   যুদ্ধবিগ্রহে-তোমার সুবিচার...

 

                   শিল্পী সনিপুনে-তোমার সুবিচার...


 

তুমি     উদবিঘ্না , ঝঞ্ঝা কিংবা ---

           কোটি সন্তানের ঝিম ধরা প্রাণ।

তুমি    প্রজন্মের প্রভাব ফেলার,

          তিলোত্তমার চব্বিশের গান।

 

তুমি    অগ্নেয়াস্ত্ররূপে-প্রতিবাদে-প্রত্যাঘাতে ---

          অমানবিক নিসংশ।

তুমি    শান্তির সংলাপে,-জীবন সংগ্রামে,

          মুষ্ঠি বদ্ধ সেই ধ্বংস ।

 


তুমি     পিতা মাতার সর্বাঙ্গে---

           আগুন জ্বালানো জ্বালাময়ী সেবাসন।

           হিমশীতল মৃত্যুর আধারে,

           লালসার নিষ্পাপ জীবন।



তুমি     লালিত মনুষ্যত্বে---

           শাশ্বত মূল্যবোধ অর্জন।

তুমি     অসহায় মাতৃসমা-

           নারীর প্রতি পাশবিক গর্জন।


                    যুদ্ধবিগ্রহে-তোমার সুবিচার...

                    শিল্পী সনিপুনে-তোমার সুবিচার...