লিপিমিতা তনুশ্রী
লিপিমিতা তনুশ্রী
জীবন অনন্ত প্রবাহ
'জীবন', 'জীবন' — শুধু কোনো এক শব্দ নয়
শুধু নয় আলোড়ন কিম্বা উত্তরাধিকার প্রতিফলন,
তবে কি শব্দের কোলাহল জলের উচ্ছ্বাস?
জন্ম-জন্মান্তরের চির অতৃপ্ত অভিলাষ!
না-কি ঈশ্বর দান সেই অনন্ত নাভিকুণ্ডলী
ব্রহ্মা-মহেশ্বর চক্রবৎ পরিবর্তন্তে সৃষ্টি প্রজাপতি
মহাজাগতিক শক্তি নির্বেদ-যাম যাপন-প্রহরী!
'জীবন' 'জীবন' — অবিচল অবিরাম নিরাকার স্রোত
স্বপ্নের মাস্তুল, সঞ্চয়ী ভালবাসা আর কিছু অদৃশ্য বোধ।
প্রস্তরে প্রস্তরে ধ্বনি-প্রতিধ্বনি
সভ্যতা আঁকড়ে থাকা প্রতিবিম্ব!
'জীবন' তুমি কে? তুমি কি?
ইতিহাসের প্রেক্ষাপট আদম ঈভ অথবা অহম-সোহম শব্দনাদ!
হায়ারোগ্লিফ বা ম্যাডোনা মোনালিসাও তো নয়,
তবুও কি বিশাল আকর্ষণ অকৃত্রিম মোহ
আসা-যাওয়ার মাঝে নোঙর ফেলা অনন্ত চিরপ্রবাহ।।