সমুদ্রের গল্প
সারাদিন ডোবাটার পাশে।
বক দেখি, মাছ দেখি
ছেলেদের এপার ওপার,
রাত্তিরে চাঁদ ভেসে ওঠে জলে
জলঢোড়াটিও দেয় নিমগ্ন সাঁতার।
কতবার সূর্য উঠল পুবের আকাশে
অস্ত গেল পশ্চিমে,
সমুদ্রের গল্প কেউ বলল না আমায়।