পুজোর জামা 

দুলিকা খারিয়া 

 


শরতের সকাল শিশির ভেজা 

বাগানের ফুলে পড়ে রোদের আবছা, 

মাঠের পাড়ে সোনালী ধান ভারা 

বয়ে যায় তাদের উপর আলতো হাওয়া 

দিঘীতে খেলছে কত হাঁসের ছানা

মায়ের সঙ্গে হাঁসতে নেই কোন মানা 

কসৌলি নামের গ্রামখানি বড়ই সুমধুর 

বহু জাতির বসবাসে নাম ছড়ায় অনেক দূর।

কাশফুলের সারি দুলছে নদীর পাড়ে  

দেবীর আগমন শুনে হাসছে দুখির ছেলে 

বেনু মাসির মেয়ে পেয়েছে নতুন জামা 

তরীতে বসে আছে মাঝি একেলা । 

দুই গ্রাম মাঝে নদী করে পারাপার 

অষ্টমী নবমী ভরবে থলি, অপেক্ষার। 

ঢাক ঢোল বেজে উঠে শঙ্খর তালে 

পুজোতে জমবে এবার দরিদ্ররও ঘরে

জন্মদিন উপলক্ষ্যে  জমিদার বাবু

বিলিয়েছেন জামাকাপড় সবারও ঘরে। 

বছর বছর ফিরুক শুভ জন্মদিন 

অনাহারীর মুখেও ফুটুক এমন হাসির দিন।