কিছুই নেই
কারও সত্যও আটকে —-
অনেকের মিথ্যের জালে…
বিশ্বাস রাখলেই বোকা হওয়ার অভ্যাস!
শুধু কবিতার জন্য ক ইঞ্চি পরিবর্তন?
কোনো বিস্ময় চোখে রাখার কেউ নেই।
গল্পের খোঁসা শুনতে শুনতে জীবনের শ্বাস শুকোয়
কিছুই নেই কখনও প্রয়োজনের থালায়…