রাজকুমার ব্যাধ
রাজকুমার ব্যাধ
যেন রূপকথা
বসন্তে পাতা ঝরছে আবার
নতুন পাতা গজিয়ে ওঠে
আকাশভরা রোদের চমক
ছুঁয়ে কচি পাতার ঠোঁটে।
বাতাস বেশ ঢেউ খেলে যায়
আপনমনে নদীর জলে
মনের সুখে বনের কোকিল
আবেশে গান গেয়ে চলে।
ফুলের ঘ্রাণে মাতোয়ারা
মৌমাছিমন দলে দলে
অনিন্দ্যসুন্দরে ভোমরা ওই
দোলে নন্দে ফুলের কোলে।
কচিকাঁচা প্রজাপতি দেখে
হাসে কত খুশিতে
রূপকথার পরী উড়ে যায়
ওই বেশ শোভিতে।