রঙমশাল 

 স্বপন গায়েন 


বারুদের ঘর সংসার -

আঁধার ঘরে স্তূপাকৃত বারুদ

শরৎকাল, সামনেই পুজো

লক্ষ মানুষের জীবন জীবিকা।

 

অঘটন ঘটলেই সব শেষ

বারুদ নিয়ে কারবার -

সব্বার জীবন রঙিন হয়, রঙমশালও জ্বলে

শ্রমিকদের জীবনে রঙমশাল হয় না।

 


প্রদীপের আলোয় অন্ধকার কাটে না

উপার্জন খুবই সামান্য -

তবুও বেঁচে থাকে অভুক্ত শ্রমিক

সন্তানসন্ততি নিয়ে তারাও সংসার করে।

 

আলোর রোশনাইয়ে ভরে উঠবে দেশ

রঙমশাল আতসবাজি উৎসব সবার জন্যে

বারুদের সংসারে অভাব লেগেই থাকে -

যারা বাজি তৈরির কারিগর তাদের ঘরে আঁধার চিরকাল।