সরলীকরণ

কেতকী বসু

 

শিশিরের সাথে লেগে থাকা কিছু মাটি

ভিজে যায় ভোর হওয়া সকালে।

গোপনে বেড়ে ওঠা  কোমল ঘাসে,

বিন্দুর ভাষা নেই, তাই রেখে যাওয়া

কিছু অস্পষ্ট দাগ না বলা কথায় ,

দিন গোনে , একটি শিশির পড়া রাতে

সেখানেও আরামের ঘুম আসে

বয়ে যাওয়া পলিমাটি স্তরে।

হেমন্তের শীতলতায় প্রমাণ হয়

জড়ানো লতার সাথে উষ্ণতার,

 অনুভবে শৈল্পিক ভাবনা নিয়ে 

পার হয় অনেক সময়,

রেখে যাওয়া সত্যতায় ফিরে আসে

কোনো এক দিনের হেমন্ত।