শুভব্রত ব্যানার্জী
শুভব্রত ব্যানার্জী
মিথ্যা বড়াই
আমি দাদা ঠোঁট কাটা
অন্যায় সইতে পারি না
অন্যায়কারী যে-ই হোক
কাউকে আমি ছাড়ি না।
সেদিন দেখি কাজের বৌ
বলছে কাজে আসবে না
তার নাকি ছেলের বিয়ে
তাই কটা দিন আসবে না।
ছেলের বিয়ে আমার কি
কাজে কামাই চলবে না
আমি দাদা ঠোঁট কাটা
অন্যায় সইতে পারি না।
গিন্নি বলে হেল্প করবে
আমি বললাম, পারব না
বাইরে কাজ ঘরে কাজ
আমার দ্বারা হবে না ।
আবদারের একটা সীমা আছে
সীমা লঙ্ঘন করো না
অন্যায়কারী যে-ই হোক
কাউকে আমি ছাড়ি না।
প্রায় মানুষই এমন ধারা
নিজের দোষ পায় না খুঁজে
তাদের কাছে সে-ই ভালো
সইবে যে সব মুখ বুজে।