তোমার জন্য
বিশ্ব প্রসাদ ঘোষ
দু চোখের পাতায় নেমে আসে
মেঘ? না প্রেম?
বৃষ্টি? না আবেশ.....
বুঝতে পারি না,
তাই রুকস্যাক নিয়ে বেরিয়ে পড়ি
জংশন থেকে ট্রেন ধরে
অনেক দূরে পাহাড়ী গ্রামে....
তারপর ঝর্ণার সাথে মিতালী করতে করতে
কিছু মনে পড়া বা কিছু ভুলে যাওয়া ___