নজর উল ইসলাম
নজর উল ইসলাম
উপন্যাসের অতিথি
পথ ভাঙে পথের ওপর মন চেনা হয় স্পন্দিত
অনালোকে স্মৃতিকথা ভাসে কোলাহল মুখর
প্রাণিত উদ্ভাস আড়ালে উৎসব করে
ময়ূরের পেখম ওড়ে মলাটে ফলশ্রুতি
জড়িয়ে আছে যা সম্পৃক্ত যাপন ও প্রয়াসে
পাগল আত্মপ্রকাশে মন-রঙা আলো আহ্বান
মায়াবী সুলগ্নে জারিত কথার অব্যর্থ কাম
প্রিয় সন্ন্যাস কুড়িয়ে ফেরে জোছনা নিংড়ে
আলো আঁধারি এক সম্প্রসারণ নিভৃতি নন্দনে
প্রণয় আগুন তুফান উন্মোচিত শিল্পঘরে
এ পৃথিবী সৃষ্টিশীল গাছের সুরম্য সমাহারে যেন
চমকিত আকাশ ছোঁয়া কথকতা চিহ্নিত বাঁধন
প্রতি সূক্ষতার কারিগর হয়ে ওঠা সম্ভোগ ভূমি
অনুভুতির মহাজাগতিক মরমি গন্ধের উপন্যাসের অতিথি...