আজিজ উন নেসা
আজিজ উন নেসা
ফুরিয়ে যাওয়া
হাওয়া নিয়ম করে এসেছিল
খোঁজ নিতে পুরনো সে সাথীর,
টবে ফোটা গোলাপের ফুল
গন্ধ ব্যাকুল, বুক ভরা ঘ্রানের।
আসে ভ্রমর দু'বেলা নিয়ম করে
কত কথা হয়, কত হয় গান,,,
ফুলে ফুলে চুমু দেয়, মধু খায়
রোয়াকে বসে হয় প্রিয় দাস্তান।
অনেকদিন হয়ে গেছে পার
ফুল গেছে শুকিয়ে গোলাপের
হাওয়া তবু পারেনি ভুলতে
পথ গেছে ভুলে কালো ভ্রমর।
মাঝে মাঝে হাওয়া আসে অভ্যাসে
পুরনো সাথীর খবর নিতে খোঁজে......
'বিলোতে বিলোতে ফুরিয়ে যাওয়া
সে তো কেবল গোলাপ-ই বোঝে!'