আমি কি জানি
রথীন পার্থ মণ্ডল
আমি কি জানি
কিভাবে সবকিছু ঠিকঠাক রাখতে হয়
আমি কি জানি
সব কিছু কিভাবে খুঁজতে হয়
আমি কি জানি
নিজেকে কিভাবে ফিরে পেতে হয়
আমি কি জানি
কিভাবে বিলিয়ে দিতে হয় সবার মাঝে
আমি কি জানি
অসময়ের বৃষ্টিতে বর্ষাতি হতে হয়
আমি কি জানি
সময়কে কিভাবে মুঠোয় ধরে রাখা যায়
আমি কি জানি
আমি যা জানি তা তুমিও জানো
আমি তো সব কিছু জানি না
কারণ, আমি ভগবান নই
আমি যদি সব কিছুই জানি
তাহলে তোমার জানার কি বাকি থাকে
যা তুমি জানো না !