পুজোর মিলনমেলা 

 অঞ্জনা মজুমদার


 পুজোর পর্ব হলো সারা        সূর্য নামে পাটে

     ঢাকের তালে বিষাদের সুর বাজে।

 মা ফিরবেন কৈলাশে        মহাদেবের সংসারে 

      মায়ের সাথে লক্ষ্মী সরস্বতী সাজে।

  কার্তিক গণেশ একসাথে      চলে পায়ে পায়ে 

      সিংহ আর অসুরও  সাথে আছে। 

 


  ঠাকুর দালানে একা      প্রদীপ জ্বেলে রেখে 

      ঠাম্মি একা একশত আট দুর্গা নাম লেখে। 

 ঠাকুর বিসর্জনের পরে       সবাই ফিরে ঘরে

    বিজয়ার প্রণাম আর কোলাকুলি করে। 

  বিজয়ার মিষ্টিতে ভাই       গরীব জাতিভেদ নাই 

  ঠাম্মির কড়া নজর রাম রহিম সবাই যেন পাই।

 উৎসবের এই মিলনমেলায়       এসো সবাই ভাই

     সবাই মিলে একসাথে আনন্দ গান গাই।