রূপক সাহা
রূপক সাহা
আধভেজা ঘুম
মনের ঘেরাটোপে চাঁদের আলো...
বদ্ধ স্যাতস্যাতে ভেজা স্মৃতি।
মাটি খুঁড়ে পায় তার প্রেমিকার কঙ্কাল,
রক্ত ঝড়ে, জলে মাটিতে...
চোখ দুটি ভেঙে যায় ঘুমে!
তবু থামে না, সে তার হাত চালায়,
আরো নিচে.. নিচে, গভীর তলে।
এমন সময় সাইরেনের শব্দ!
পাঁচিলের ওপারে দেখা যায়, লাল আলো!
আর তাতে দেখা বডির হাতে,
বাবার বেদানা পাথরের আংটি টা!