পিসিমা


চন্দন মিত্র

 


থতমত খেয়ে উঠে পড়লাম ছাদে

ভন্তে ছড়ান মৃদু মায়াময় ধ্বনি;  

বীতশোকদাদা দিদিটিও মন বাঁধে 

আমিও দাঁড়াই পিসিমার নীলমণি।



নারী ও পুরুষ ভিড় করে আসে ক্রমে  

পিসিমা শায়িত চূড়া করে চুল বাঁধা;

সুবাসিত মুখ বুকে কাটাফুল জমে

চশমাতে মেঘ রুমাল জুড়েছে কাঁদা।  

 

দ্যাখো তো পিসিমা সঙ্গে এনেছি কাকে,

ভাসতে ভাসতে চরে ঠেকে গেছি ঠিক;  

পথ হারাব না পাকদণ্ডির বাঁকে

তাকে দেখলে না সেও চোখ চিকচিক।

 

বিশ্বাস করো তিনটি বছর জুড়ে

ফুরসতহীন কেটেছে রাত্রিদিন; 

বনজঙ্গলে বেড়িয়েছি পথ ঢুঁড়ে  

তাড়িয়ে ফিরেছে রাষ্ট্রীয় আলাদিন।