কিছুটা সময়

তীর্থঙ্কর সুমিত



কিছুটা সময়

আর কিছুটা অসময়

ঠিক একই ভাবে,

যেমনভাবে নদী বেঁকে পথ হয়েছে

হুবুহু একটা রাস্তা ---

কথনের শিলালিপি ড্রয়িং রুমের টেবিলে

তোমার মোনালিসা...

 

এখন একটা বিগত ইতিহাস চায়।।