কিছুটা সময়
তীর্থঙ্কর সুমিত
কিছুটা সময়
আর কিছুটা অসময়
ঠিক একই ভাবে,
যেমনভাবে নদী বেঁকে পথ হয়েছে
হুবুহু একটা রাস্তা ---
কথনের শিলালিপি ড্রয়িং রুমের টেবিলে
তোমার মোনালিসা...
এখন একটা বিগত ইতিহাস চায়।।
কিছুটা সময়
তীর্থঙ্কর সুমিত
কিছুটা সময়
আর কিছুটা অসময়
ঠিক একই ভাবে,
যেমনভাবে নদী বেঁকে পথ হয়েছে
হুবুহু একটা রাস্তা ---
কথনের শিলালিপি ড্রয়িং রুমের টেবিলে
তোমার মোনালিসা...
এখন একটা বিগত ইতিহাস চায়।।