পার্থ প্রতিম দাস
পার্থ প্রতিম দাস
সম্পর্ক
একটি চাঁদের জোছনা মেখে
ঘুমায় পৃথিবী
বিশ্ব জোড়া অবাক চোখে
জাগলো সে ছবি।
একটি মনের রুদ্ধ দ্বারে
ভাবনা গুলো আঘাত করে,
জীবন রসের স্বপ্নে ডুবে
পথের কবি।
মিলন দিনের প্রেমের সুরে
ভরে গগনময়
হাটে ঘাটে হয় যে আবার
নতুন পরিচয়।
যুগে যুগে তাইতো ভেসে
বাঁশি বাজে ভালোবেসে,
অন্ধকারের উৎস হতে
উৎসারিত রবি।।