সার্কাস
সুদীপ ঘোষাল
পড়তে পড়তে বইয়ের পাতা ঝাপসা
কিশোরীর মনে ভয়ের শিকল
পরীক্ষা,পরীক্ষক আর চার দেওয়াল
এদিকে সার্কাস চলছে রমরমিয়ে
কত মানুষের ভিড়
শুঁড় দোলানো হাতির ডাক
,ওদের বই নেই,পড়া নেই
তবু ওরা আলোর ফেরিওয়ালা
ভয়ের কান্ডারী যারা
তারা কি সার্কাস দেখেছে
শান্তিনিকেতনের ভাষা পড়েছে
কিশোরী ভাবুক হয়ে যায়
শিক্ষার পদ্ধতি সার্কাসের কাছে হেরে যায়
বইয়ের পাতা জুড়ে বারের খেলা...