তপন মাইতি
তপন মাইতি
নববর্ষ
মনটা কেমন করে ওঠে
চৈত্রের শেষ রাতে পরিচয়
তারপরে যেকোন সময়
সেই মানুষটির জন্য
নিজের কত কি অভ্যেস ছেড়েছি
মন দিয়ে তার কথা শুনি
তার পছন্দের হলুদ পাঞ্জাবী পরেছি
গীতবিতানের লাইনগুলো আয়ত্ত করেছি
বারবার চোখের ভাষার মর্মার্থ করেছি
আমি অপেক্ষায় সেই
পয়লা বৈশাখ
যেখানে তুমি বাঙালি বাংলায়
তার কবিতা বলবে 'নববর্ষ'।