অতিথি  

তুলি পাল



কী অদ্ভুত ভাবে চেয়ে থাকো তুমি, 

যেন নদীর বুকে আছড়ে পড়া শোক-তাপ। 

এত দূরত্ব কীসের? 

বিছানার পাশবালিশের মতো

সীমারেখা টেনে দাও আরও এক ধাপ। 

বর্ষার ছাতার মতো দেখা হয় কখনও, 

কখনও ফিরে এসে সস্নেহে বুঝিয়ে যাও---

কেবল অতিথি। 

বিদায়বেলায় না বলা কথা শুনেছ কি? 

তবে থাক। 

কবির নষ্টনীড়ের মতো ভালো থেকো । ।