সুমিতা চৌধুরী
সুমিতা চৌধুরী
শেষের শুরু
বসন্ত নিচ্ছে বিদায় বিধূর করুণ বেশে,
সব রঙ যেন গেছে তার ধুয়ে,
ধূলি ধূসর তার অঞ্চলপ্রান্ত,
পলাশ শিমূল বিদায়ী অভিবাদন জানাচ্ছে বুঝি নুয়ে।
দারুণ প্রখরতায় রবি ছড়াচ্ছে আপন তাপ,
দহন জ্বালায় কাঁপছে মেদিনী, উঠেছে নাভিঃশ্বাস,
বৈশাখ আসছে আপন সদর্প মহিমায়,
আবার একটি নতুন বছরের নিয়ে সবটুকু আশ।
ঘর- প্রাঙ্গণ সাজছে দেখো নবীনবরণের তরে,
মঙ্গল ঘটে, আলপনায়, বরণডালিতে,
পাটভাঙা ধুতি- শাড়ির নবসজ্জায়,
আট থেকে আশি উঠেছে সবাই মেতে।
চৈত্রের ঝরা পাতারা রেখে যাচ্ছে বর্ষবিদায়ের রেশ,
নতুনকে স্বাগত সম্ভাষণে আপন জায়গা ছাড়ি।
যেখানেই শেষ, ওখানেই প্রারম্ভ, এই তো কালের রীতি।
বৈশাখী সাজে নববর্ষের রথ তাই, আসছে সুদূর পথ দিয়ে পাড়ি।।