তবু কি ব্যত্যয়
লালন চাঁদ
উঠোনে আধ শোয়া রোদ। শরতের ছোঁয়া
পশ্চিমে কিশোরী চাঁদ
বৈদিক পথ ধরে ফিরে আসে বৃক্ষদিন
স্বপ্নগুলো ছায়াময়
ভেজা ভেজা পায়ে পা মাড়াই
শিশির ধোয়া সকাল পেরিয়ে যায় পিপাসার নদী
গানের ভুবনে উতলা পাগলা হাওয়া
ফোটা কাশে হৃদয়ের দোলা
তুমি এলে ঢাকে কাঠি
মণ্ডপ থৈ থৈ
দুচোখ জুড়ে মায়াবতী মোহিনী
স্নিগ্ধ রোদের দুপুর মাড়ায় নীরব রোদ্দুর
ইচ্ছেগুলো ক্ষীরের পুতুল
পুতুল পুতুল খেলা
এতো আয়োজন। তবু কি ব্যত্যয় তিলোত্তমা ?