প্রতীক মিত্র
প্রতীক মিত্র
কর্মী
সবাই তৈরি কি?
গেট বন্ধ হবে।
করিডোর ফাঁকা।
প্রতিধ্বনিত হচ্ছে নিজের দীর্ঘশ্বাস।
সন্ধ্যের দু’কানে ক্লান্ত ট্রামের ঝনঝন ছন্দ।
পায়রাগুলো ঘুলঘুলিতে ব্যস্ত।
ট্রাফিকে রঙবেরঙের কোলাজ।
বৃষ্টি সবে ধরেছে।
সারাটা দিন পরিচিতিতে পুড়লো কি হেলায় যেন অবভাস!
নববর্ষের ছুটিটা রবিবার ভাবলেই বিরক্তি বাড়ে।
কেনাকাটা বাজার দর কপালে ভাঁজ।
কৌতূহল ছেড়ে বেশ তো আছি, এভাবেই বরং থাকি!
রাস্তায় নিয়ন আলোর নিচে নিজেরই ছায়াকে ডাকা।
কতটা মৌন স্বাভাবিকতা আমাদের স্বভাবে
যখন দেখি এতগুলো মুহুর্ত ফুরিয়ে গেলেও তারা মসৃণভাবে বিন্যস্ত।
অন্যদিনের চেয়ে বগল কমই ঘেমেছে।
যারা এখনও প্রতিবাদ করে
কতটা স্পৃহা তাদের শরীরে, কতটা দুরে সরিয়ে রেখেছে দ্বন্দ্ব!
কাল আবার আসতে হবে।
মধ্য মেধা আর সন্তুষ্টি একে অন্যের সাথে
উদ্ভটের মধ্যে আলো, অন্ধকারে সত্যি হাতরাতে হাতরাতে
ঠিক যাবে বেঁচে।
সবাই তৈরি?আর কেউ নেই তো
অবিশ্বাসী কিম্বা উদ্ধত?
অফিসের গেট বন্ধ হবে।