পার্থসারথি মহাপাত্র
পার্থসারথি মহাপাত্র
কুয়াশা-রোদ্দুর
কুয়াশার ব্যারিকেড ভেঙে ছুট
একদল স্কুল ব্যাগ পিঠে আলোর অঙ্গীকার।
আলো আশার হোক বা সূর্যের
সে মুছে দেবে ব্ল্যাকবোর্ডের সব অন্ধকার।
অন্ধকারে শীতের ঘনত্ব বাড়ে
শীত আরও শীতল হয়,পাতে শীতলপাটি।
শীতল বালক রোদ্দুর সেঁকে
ভেঙ্গে ফেলে সমস্ত অর্গল, অবরুদ্ধ ঘাঁটি