যদি এমন দিন আসতো...
ড. সুব্রত চৌধুরী
যদি এমন দিন আসতো
নিরানব্বই বছরের বৃদ্ধের মৃত্যুর পর
লোকে বলত, আহা! বড়োই তাড়াতাড়ি উনি চলে গেলেন
কত কিছুই তো দেখা হল না
দেখা হল না মাত্র এক বছর পরেই একশো!
যদি এমন দিন আসতো
ভোরের আলো দেখে ক্ষুধার্ত মানুষ বলতো,
রাত যে বড়ো তাড়াতাড়িই ফুরালো
কত কিছুই তো দেখা হল না অবচেতেনের দেশে
দেখা হল না তীব্র ক্ষুধায় অন্ধকারের রোমাঞ্চ!
যদি এমন দিনই আসে
হাজার বছর ধরে বাড়ছে মানুষ একটু একটু করে
ঘড়ির কাঁটায় তীব্র মন্থরকাল - সময় দৃষ্টিহীন
ক্যানভাস জুড়ে ভাসছে অলস স্থবির মুখ
আঁধার বাড়ছে যুগের পর যুগ ...
তেমন জীবন কালের শেষেও মানুষ খুঁজবে দীর্ঘকাল
হাজার বছর পর
তার অনেক কিছুই হয়নি দেখা চোখের দাপটে
হয়নি দেখা মৃত্যুর পর ঠিকানার রহস্য।