স্বপ্ন দেখবো শত
উদয় পদ বর্মন
একাকী যখন থাকি আমি
মনটা যায় অনেক দূরে ভেসে,
আকাশ পাতাল ভাবতে থাকি
প্রকৃতিকে ভালোবেসে।
প্রকৃতির কত কথা শুনি
সবাই যখন অনুত্তর,
ঠিক তখনই খুঁজে পাই
আমার সদুত্তর।
একাকী সব ভাবনা গুলো
মনের মধ্যে ভীষণ তোলপাড় করে,
নানারকম রঙিন স্বপ্নে
মনটা ওঠে ভরে।
যে যা ভাবে ভাবুক আমায়
তাদের ইচ্ছে মত,
তবুও আমি প্রকৃতির কোলে
স্বপ্ন দেখবো শত।