সঙ্গমস্থল
অনন্যা মান্না
শব্দের দেহে একটা তির্যক নদী; শ্যামাঙ্গী ছায়া ফেলে নিশান বাঁধে ভুল মাত্রায়!
পাললিক দ্বৈরথ বুকে নিয়ে বহুবর্ষে মিশে যায় বুকের সংশ্লেষ।
নদীর চেতনায় তুমুল ওষ্ঠ ধ্বনি;অভিসারী আলোয় ঘুরে ফিরে আসে পৌনঃপুনিক সঙ্গম!
মৌসুমী হাওয়ায় দক্ষিণ আর পশ্চিমের যারপরনাই উন্নয়ন,
শরীর পুড়ে খাঁটি হয় শব্দ।
সমমেরুর মিথস্ত্রিয়ায় মিলন রেখে যায়
বিষ্ণুপ্রয়াগের কবিতা!