পলাশ পাল
পলাশ পাল
কথামালা
অনাবিল আনন্দের পথে
বৃদ্ধ পাতাগুলো ঝরে গেলেই
কথারা দলবদ্ধ হয়ে
বিধ্বংসী কথাঝড়ের তান্ডবে
ধসে পড়া কথাদের
আবার নতুন করে সাজিয়ে তোলে
তবুও অন্ধকার একটু গাঢ় হলেই
কথাকম্পে ভেঙে পড়ে কথার সংসার,
কথার অগ্ন্যুৎপাতে ঝলসে যায়
মান অভিমান,
একবার এগিয়ে এসো
কথার ফুটপাতে
ওরা কথা নিংড়ে
কথামালার জন্ম দিয়েছে