সবুজ স্বপ্ন
মোঃ সরিফুল আলম
জয়ের খিড়কি কেঁপে উঠে,
বলিদানের মুকুট নিয়ে
খুকুমণির রক্তাক্ত পাঠে
ফাঁকা কোলের শব্দ দিয়ে।
খুব যে দরকার তাদের,
দুমুঠো ধুলোমাখা অন্নের
এক বিভীষিকা জয়ের
আবির মাখা এক ক্লান্ত দিনের।
চোখভরা সবুজ স্বপ্নে
ঘাসফড়িং এর আনন্দের বিচরণ।
অপ্রত্যাশিত পাওয়ার পানে
সূর্যের এক মায়াবী কিরণ।
নীল শাড়ির ছেঁড়া আঁচলে,
আনন্দ মাখা নোনা জল।
ক্লান্ত এক মায়ের কোলে,
স্বাধীন শিশুর টলমল।