আলো-আঁধারের সান্ধ্যলিপি
একটা অন্ধকার দিয়ে কি মৃত্যু মাপা যায়?
একটা মিথ্যা দিয়ে কি সত্যকে ঢাকা যায়?
কালো-আলোর ভেতরে বসবাস যে ভদ্রতার
চামড়া দিয়েই বিচার কি চলে জনতার?
মানুষরূপী মুখোশধারীর দিনবদল
সভ্যতার নিচে সংগ্রামের মাধুর্য মেশা
ছায়া মেপে মেপে দেখে নিও কালিমার দৌড়
অজাতবর্ষ ধরে শরীরী ঘ্রাণে বাউলিনী নাচে
পরাবাস্তবতার ঝোঁকে শরীর এঁকেবেঁকে যায়
মানুষের দর্শন চিনিয়ে দিচ্ছে শীতল কাম,,,
একঝুড়ি পাতলা ভালবাসা বেচতে গিয়েই
ফিরে আসি একমুঠো প্রত্যাশার বীজ নিয়ে।